
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের পরদিনই মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা, যেখানে নতুন নির্বাচিত পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। একই দিন রাতে আয়োজন করা হয় “নাইট অব সেলিব্রেশন” নামে একটি বিশেষ অনুষ্ঠান।
এই ব্যস্ততা শেষে বুধবার ভোরেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল। বিসিবি সূত্রে জানা গেছে, তার পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করায় তিনি সপ্তাহখানেক সেখানে অবস্থান করে পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং পরে দেশে ফিরে আসবেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বুলবুল বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।” তিনি আরও বলেন, “কে বোর্ডে আছে, কে নেই সেটা বিবেচনা না করে দেশের ক্রিকেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নতুন বোর্ড গঠনের পর দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে বুলবুল নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিল, ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিজের হাতে রেখেছেন। আগের মতো ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে থাকছেন নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক এবং বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে, আর সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাককে মহিলা ক্রিকেট উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিসিবির সহ-সভাপতি ও বিপিএলের সাবেক সভাপতি ফারুক আহমেদ এবার কোনো কমিটির প্রধানের দায়িত্ব পাননি।
নতুন নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে গতি আসবে বলে প্রত্যাশা করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।