
ছবিঃ বিপ্লবী বার্তা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামার গ্রামে ঝড়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে পাশের ব্যক্তিগত জমির পুকুরে। পরে ওই জমির মালিক গাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
ঘটনার পরে স্থানীয় দুই সাংবাদিক ঘটনাস্থলে এসে গাছটি সরকারি জমির বলে দাবি করেন। তবে এলাকাবাসী এবং জমির মালিকের পরিবার জানিয়েছেন, গাছটি দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিগত জমির সীমানার ভিতরেই ছিল।
এই ঘটনার ফলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও সাবেক একজন কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ফলে গাছের মালিক প্রশাসনিক বা আইনি জটিলতার সম্মুখীন হননি।
স্থানীয়দের মতে, “সাংবাদিকদের পক্ষ থেকে দাবি তোলা হলেও বাস্তবে গাছটি ব্যক্তিগত জমির ভিতরেই ছিল, এটা এলাকায় সবাই জানে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।