
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৬-তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য, 'একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে।’
সোমবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলকুড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে জেলার শতাধিক প্রবীণ নাগরিককে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-এ-খুদা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীর, প্রবীণ সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিবারের প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীণরা যাতে কখনও অবহেলার শিকার না হন, সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত। কারণ, আমরাও একদিন প্রবীণ হবো।”
আলোচনা সভা শেষে প্রবীণদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন অতিথিরা।