৩১ দফা সমর্থনে মুকসুদপুরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
ছবিঃ বিপ্লবী বার্তা

মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি চালু রয়েছে।


কর্মসূচি পরিচালনা করছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তত্ত্বাবধান করছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। লিফলেট বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে ১ অক্টোবর থেকে প্রতিদিন পরিচালিত হচ্ছে।


মুকসুদপুর সদর বাজার, চন্ডীবর্দী সোনালী ব্যাংক বাসস্ট্যান্ড, টেংরাখোলা চৌরঙ্গি মোড়, কমলাপুর বাসস্ট্যান্ড, কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


উপজেলার ১৬টি ইউনিয়নেও একই কর্মসূচি শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা নিয়মিতভাবে লিফলেট বিতরণে অংশ নিচ্ছেন।


কর্মসূচির লক্ষ্য জনগণের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সমর্থন এবং জনমত গঠন করা।