
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের ফলে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হুমায়ুন খান (২০)-কে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হুমায়ুন খান কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল কুদ্দুস খানের ছেলে।
ঘটনার পর কিশোরীর মা ছেনেরা বেগম বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত হুমায়ুন পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, কিশোরীর মা ছেনেরা বেগম (৩৮) অন্যের বাড়িতে কাজ করেন। এই সুযোগে মেয়েটি বাড়িতে একা থাকত। গত ১৫ মার্চ বিভিন্ন প্রলোভন দেখিয়ে হুমায়ুন খান কিশোরীকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে একাধিকবার একইভাবে ধর্ষণের শিকার হয় কিশোরী। এতে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনে থেকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে, ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।