৬ দফা বাস্তবায়নে মুকসুদপুরে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সঙ্গে সংশ্লিষ্ট তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন।


দাবিগুলোর মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য কাঠামোগত সংস্কার।


গত ১লা অক্টোবর থেকে তারা ইপিআই এবং আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন।


এরই ধারাবাহিকতায় রবিবার, ৬ অক্টোবর সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন ইপিআই-সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।


এ সময় মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত হলে, দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন জগ্লু।


তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমাদের যৌক্তিক ৬ দফা দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতির পথ বেছে নিয়েছি।”


এ সময় উপস্থিত ছিলেন,  বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (মুকসুদপুর শাখা) উপদেষ্টা, খোরশেদা মল্লিক, উপদেষ্টা, কাউসার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক,সাইদ শিকদার ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।