ক্ষমতায় আসলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করবোঃ জামায়াতে আমির
ছবিঃ বিপ্লবী বার্তা
রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশন  অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির শফিকুল রহমান।


 তিনি বলেন,“দেশের শিক্ষা ব্যবস্থা এখনও বৈশ্বিক মানের থেকে অনেক পিছিয়ে। চায়নার প্রযুক্তিবিদরা মহাপ্রযুক্তি আবিষ্কার করে, আর আমরা আবিষ্কার করি মিশুক নামের রিকশা।”


তিনি আরও বলেন,  যে শিক্ষা মানুষকে মানবিক ও নৈতিক দিক থেকে গড়ে তোলে না, তা জাতির কল্যাণে কোনো কাজে আসবে না। তার মতে, মানবিক ও নৈতিক শিক্ষাই পারে দেশের মানুষকে সমৃদ্ধ ও উন্নত করতে।


তিনি দেশের দূর্নীতি পরিস্থিতিও তুলে ধরেন। বলেন, “আমরা দেশকে দূর্নীতিমুক্ত করবো”, এ ধরনের পরিকল্পনা প্রকাশ করলে অনেকের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়। রাস্তা থেকে চাঁদা নেওয়াই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাজে পরিস্থিতির মূল কারণ। জামায়াত ক্ষমতায় এলে দেশের উন্নয়নের বুলেট ট্রেন চালু করা হবে এবং জনগণের সহযোগিতায় ঘুনে ধরা বাংলাদেশ গড়া সম্ভব।


 এছাড়া, দেশের গত ১৭ বছরের উন্নয়নেও আলোকপাত করেন। বলেন, “আগে আয়নাঘর ছিল না, কিন্তু গত ১৭ বছরে তা তৈরি হয়েছে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের অন্যান্য নেতা ও সদস্যবিন্দু, এফডিইবির সভাপতি, সহ-সভাপতি সহ আরও অনেকে।


তাঁর বক্তব্যের মাধ্যমে শিক্ষা সংস্কার, দূর্নীতি নির্মূল এবং দেশের উন্নয়ন নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে।