
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের অভূতপূর্ব বিজয়কে ঘিরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শেখ মোহাম্মদ তাসিন সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বিজয়কে “গণতান্ত্রিক চেতনার প্রতিফলন” হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।