শিক্ষার্থীদের আস্থাই আমাদের শক্তিঃ জাহিদুল ইসলাম
ছবিঃ বিপ্লবী বার্তা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “ইসলামী আদর্শের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা কেবল একটি সংগঠন নয়, বরং এক বিশ্বাসের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইসলামী ছাত্রশিবিরের মূল চেতনা।”


সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের আয়োজনে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপশাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মনোবিজ্ঞান অনুযায়ী কর্মসূচি সাজানো হয়েছে। আল্লাহর ইচ্ছায় ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে আমাদের বিজয় সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের আস্থা অর্জন করেই বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু করেছি। শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি। আমাদের ইশতেহার শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া অনুযায়ী তৈরি করা হয়েছে, এবং নির্বাচনের পরও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। আমাদের লক্ষ্য কেবল ভোট নয়, শিক্ষার্থীদের আদর্শিক পুনর্জাগরণ।”


তিনি আরও বলেন, “ঐতিহাসিকভাবেই ইসলামী সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। অতীতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে দাড়ি, টুপি দেখলেই হামলা-মামলার শিকার হতে হয়েছে। আজ ক্ষমতাচ্যুত হলেও নতুন কিছু গোষ্ঠী ইসলামী চেতনা দমন করতে চাচ্ছে। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে।”


সভায় ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রশিবির নেতা ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস শেখ নেয়ামুল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, এবং সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান।