নলছিটিতে মাহবুবুল হক নান্নুর ৩১ দফার গণসংযোগ
ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু ঝালকাঠির নলছিটিতে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেছেন। এ সময় তিনি জনগণকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।


নান্নু নলছিটি শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “ভোটাররা সন্ত্রাসী দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। একাত্তর ও চব্বিশ সালের গণহত্যাকারীদের কেউ আর ভোট পাবে না। তাই এখনই প্রয়োজন ধানের শীষে বিপ্লব ঘটানোর।”


গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল।


পথসভায় বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা। তারা সকলেই বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।