ঝালকাঠিতে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত অন্তত ১০
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ৩১ দফা কর্মসূচি প্রচারণার জন্য বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।


শনিবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে জেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলা ঘটে। বিএনপি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, লিফলেট বিতরণ শেষে মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গাড়িবহর বাড়ির দিকে যাত্রা করছিল। এ সময় একই রুটে আসা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বাহরকের অনুসারীরা ওই গাড়িবহরে হামলা চালায়।


হামলাকারীরা বাহরের সর্বশেষ একটি হায়েস মাইক্রোবাস আটকিয়ে তার ড্রাইভার রফিককে লক্ষ্য করে হামলা চালায় ও গাড়িটি ভাঙচুর করে। এতে শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


হামলা প্রসঙ্গে রাজাপুর–কাঁঠালিয়া (ঝালকাঠি-১) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলাম। পথে আমাদের গাড়িবহরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিএনপি আন্দোলনের পথে আছে  এটাই তাদের সহ্য হচ্ছে না। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”


অন্যদিকে, অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলায় আমি বা আমার কোনো কর্মী জড়িত নই। আমরা দলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে প্রত্যেকে নিজের দিকে ফিরছিলাম। কেউ আমাদের নাম ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।”


এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই স্থানীয় পুলিশ স্থানটিতে মোতায়েন করা হয়েছে।