বিএনপির ৩১ দফায় স্বাস্থ্যখাতে রূপান্তরের প্রতিশ্রুতি
ছবিঃ বিপ্লবী বার্তা

বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ‘প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার। এসব কেন্দ্র থেকে ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন স্থানীয় নাগরিকরা।



বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা হয়।



 ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, "প্রাইমারি হেলথকেয়ারকে দুই ভাগে ভাগ করে প্রতিটি এলাকায় আধুনিক হেলথ হাব গড়ে তোলা হবে। পাঁচ বছরের নিচে কোনো শিশু যেন অপুষ্টিতে না ভোগে, নারীরা যেন সঠিক মাতৃসেবা পান এটি আমরা নিশ্চিত করব।"



তিনি আরও বলেন, “শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানের ব্যবস্থা থাকবে। এই পরিকল্পনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে।”



বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “বিএনপির ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র। এই দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, পরিবেশ ও সুশাসন সবক্ষেত্রে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।”


তিনি বলেন, “আমি একজন চিকিৎসক হলেও আজ এখানে এসেছি একজন রাজনীতিবিদ হিসেবে। এখন জনগণের সঙ্গে পার্টনারশিপে যেতে হবে। রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছে। তারা এখন বিশ্বাস করতে চায় না। বিএনপি সেই আস্থা ফিরিয়ে আনতে চায়।”