তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে বোয়ালমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী খন্দকার নাসিরুল ইসলামের উদ্যোগে বোয়ালমারী উপজেলা বিএনপির তত্ত্বাবধানে সাতৈর ইউনিয়নে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, সাতৈর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সঞ্জয় সাহা, যিনি বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সভায় সভাপতিত্ব করেন সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন (টিআই) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু।


প্রধান অতিথির বক্তব্যে বাবু সঞ্জয় সাহা বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল, এই দলের শক্তি তৃণমূলে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং জনগণের অধিকার আদায়ে মাঠে থাকব। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খন্দকার নাসিরুল ইসলামের হাতকে শক্তিশালী করব, যাতে বোয়ালমারীসহ সমগ্র ফরিদপুর জেলায় বিএনপি আরও সংগঠিতভাবে এগিয়ে যেতে পারে।” তিনি আরও বলেন, “দলকে এগিয়ে নিতে হলে সততা, নিষ্ঠা ও আদর্শের বিকল্প নেই। জনগণের পাশে থাকতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


সভায় বোয়ালমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সাতৈর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।