
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতালিয়া থেকে জয়পাশা পর্যন্ত প্রায় ৪.৭৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ঠিকাদার ও সাব-ঠিকাদারের মধ্যে মনোমালিন্য, অভিযোগ ও পাল্টা অভিযোগে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে।
ঠিকাদারের অভিযোগ, সাব-ঠিকাদার মিরাজ মিনা এজিংয়ের ইট ও ডাবলু বিএম খোয়ার নিম্নমানের সরঞ্জাম সরবরাহ করেছেন। এতে কাজের মান নষ্ট হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঠিকাদার জানান, রাস্তার পাশে মাটির কাজের বাজেট প্রায় ১৮ লাখ টাকা, যা অন্য একজনকে দেওয়া হয়েছে। কিন্তু মিরাজ মিনা ওই কাজটি নিজে নেওয়ার চেষ্টা চালান। ব্যর্থ হয়ে তিনি ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন।
ঠিকাদার বলেন, “মিরাজ মিনা কাজ শুরু থেকেই নানা বাধা সৃষ্টি করছে। আমার কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করেছে। তা না পেরে এখন ষড়যন্ত্রে লিপ্ত। আমি কাজের মান বজায় রেখেই কাজ করছি। কোনো অনিয়ম হচ্ছে না।”
অন্যদিকে, সাব-ঠিকাদার মিরাজ মিনা ও তার সমর্থকরা দাবি করেন, “রাস্তার কাজে চরম অনিয়ম ও দুর্নীতি হচ্ছে।” তারা গত শুক্রবার (৩ অক্টোবর) বন্ডপাশা গ্রামে মানববন্ধন করে অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা বলেন, “রাস্তার কাজ এখনো শেষ হয়নি, কাজ চলমান। কাজ শেষ হওয়ার পর পরিদর্শন শেষে কোনো অনিয়ম পাওয়া গেলে বিল দেওয়া হবে না। রাস্তার পাশে মাটির কাজও সম্পন্ন করা হবে।”
উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয়দের দাবি, তদন্ত করে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা হোক।