
বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আপাতত তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছেন।
আজ সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক এ কথা জানান। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি দলের আমিরের হাতে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করে সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুস সোবহানসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা মাওলানা হাবীবুল্লাহর যোগদানকে দলের শক্তি বৃদ্ধি হিসেবে বর্ণনা করেন।
মাওলানা মামুনুল হক বলেন, বর্তমানে দলের প্রধান লক্ষ্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালনা করা। তারা এই আন্দোলনকে সফল করতে সকল স্তরে কাজ করে যাচ্ছেন।