অঘোষিত সেমিতে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার হাতছানি, লক্ষ্য মাত্র ১৩৬ রান। শুনতে যতটা সহজ, বাস্তবে ঠিক ততটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য।

দুবাইয়ে বৃহস্পতিবার রাতে স্বপ্ন ভাঙল টাইগারদের। মাত্র ১১ রানের হারে ফাইনালের দুয়ারে দাঁড়িয়েও পিছিয়ে পড়ল লাল-সবুজের দল।


ইনিংসের শুরুতেই ধাক্কা! পারভেজ হোসেন ইমন ফিরলেন শূন্য রানে। তারপর একে একে সাজঘরের পথ ধরলেন তাওহীদ হৃদয়, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

আশার আলো জ্বেলেছিলেন শামীম হোসেন। ২৫ বলে দুটি ছক্কায় ৩০ রান করে স্বপ্ন দেখালেও শাহিন আফ্রিদির বলে শেষ হয়ে যায় সেই প্রতিরোধ।

শেষ দিকে রিশাদ হোসেনের ছোট্ট ইনিংসে ব্যবধান কমলেও ২০ ওভারে ১২৪ রানেই থেমে যায় লাল-সবুজদের লড়াই।


শাহিন শাহ আফ্রিদি যেনো মাঠে আগুন ঝরালেন। মাত্র ১৭ রান খরচ করে তুলে নিলেন ৩ উইকেট। সমান সাফল্য হারিস রউফেরও।

এর আগে ব্যাট হাতে টালমাটাল শুরু করেছিল পাকিস্তান। ৪৯ রানের মধ্যেই অর্ধেক দল গুটিয়ে বসেছিল সাজঘরে। কিন্তু ফিল্ডিংয়ে তিন তিনটি জীবন পেয়ে ম্যাচ ঘুরিয়ে দেন শাহিন ও নাওয়াজ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করেন ১৩৫ রান।

বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন, নিয়েছেন ৩ উইকেট।


কিন্তু সব পরিশ্রম শেষে ফলাফল, আবারও হতাশার গল্প।

ছয় বছর পর ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।

অন্যদিকে, ইতিহাস লিখল  পাকিস্তান। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

২৮ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে সেই মহারণ, যেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চোখ থাকবে কোটি দর্শকের।